মগকাটা বিল কৈয়ারবিল ইউনিয়নের একটি প্রাকৃতিক ঐতিহ্য। এই বিলে প্রতি বছর শীতকালে অতিথী পাখিরা বেড়াতে আসে। এই বিল অতিথী পাখিদের কিচির মিচির ও কলকাকলিতে সারা শীতকাল মেতে থাকে। দুরদুরান্ত থেকে প্রকৃতি প্রমীরা এই বিলের অতিথি পাখিদের দেখতে আসেন। তবে এখানে অতিথি পাখী শিকার করে খাওয়া মেহমানদের অপমান করার মত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS