ইউনিয়নের মানুষ সাধারনত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে,তবে কথ্য ভাষায় অনেকক্ষেত্রে কক্সবাজার কেন্দ্রিক শব্দের ব্যবহার লক্ষ করা যায়। যেমন- বাংলা ভাষায় পরিচিত কারো সাথে দেখা হলে আমরা জানতে চাই, আপনি কেমন আছেন? এই কথাটি এখানকার মানুষ বলে এভাবে, ''য়নেঁ গম আছন্ নে?'' ঐতিহাসিক ভাবে এ অঞ্চলের মানুষের সাথে বর্তমান মায়ানমার পুর্বে যাকে আরাকান নামে অভিহিত করা হতো তাদের সাথে ব্যাপক গমনাগমনের সর্ম্পক ছিল যা এখনও সীমিত আকারে হলেও অটুট রয়েছে। এ কারণে আরকানের ভাষার কিছু কিছু উপাদান কক্সবাজারের কথ্য ভাষায় মিশ্রিত হয়ে গেছে। যেমন.....
আঞ্চলিক --------------------পরিভাষা
এ্যাঁডাম ----------------------সামর্থ্য।
মাইল্যাপীড়া----------------- ম্যালেরিয়া রোগ।
ঝোলাপীড়া------------------- পেঠের অসুখ।
ল্যাডগ্যঁই--------------------শুয়ে পড়ো।
ল্যাডা -----------------------ক্ষীণকায়।
আথিক্যা--------------------- হঠাৎ।
ঘুইট্ট্যা---------------------- গাছের ঘোড়ালী বিশেষ।
যা গই-----------------------চলে যাও।
কুইজ্জ্যা ---------------------শুকনা খড়ের স্তপ।
অঁনে----------------------- আপনি।
থিঅ্যা--------------------- দাঁড়াও।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS