ক) ইউনিয়ন পরিচিতি ১
‘‘এক নজরে ৩নং,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ ’’
চকরিয়া, কক্সবাজার।
রম্নপসী বাংলার রম্নপ-বৈচিত্রের এক অপার সম্ভার কৈয়ারবিল। বাংলার রম্নপ যেন অঝর ধারায় বর্ষিত হয় এখানে। প্রকৃতির ছয়টি ঋতু যেন অপূর্ব ছয় রম্নপসী হয়ে ধরা দেয় এই কৈয়ারবিলের বুকে। মাঠ জুড়া সোনালী ধানের সুবাস প্রকৃতির এক অপূর্ব দান। প্রকৃতির রম্নপের মতো অসাধারণ এই কৈয়ারবিলের মানুষের মন আর অতি সাধারণ জীবন-যাপন। সকলের তরে সকলে তারা, প্রত্যেকেইতারা পরের তরে।
২। নামকরণের ইতিহাসঃ কৈয়ারবিল চকরিয়ার প্রাচীন স্থানসমূহের মধ্যে একটি। এই ইউনিয়নের বিভিন্ন বিলে একসময় প্রচুর কৈ মাছ পাওয়া যেত বলে জনশ্রুতি আছে। এলাকাবাসীর মতে ,কৈ মাছ সমৃদ্ধ বিল থেকে কৈয়ারবিল নামের উৎপত্তি।
৩। আয়তন : ৭.৯৭ বর্গকিলোমিটার।
৪।লোকসংখ্যা (পুরম্নষ ও মহিলা পৃথক) ঃপুরম্নষ ১২,২০৫জন, মহিলা ১০,৯০৫জন।
৫। গ্রামের সংখ্যা :২৩ টি।
৬। মৌজার সংখ্যা : ৪ টি।
৭। হাট-বাজারের সংখ্যা : ১ টি।
৮। উপজেলা সদর থেকে দূরত্ব : ৮ কিলোমিটার।
৯। শিÿার হার : ৩০%
১০। প্রাথমিক বিদ্যালয় :(সরকারী): ৫ টি।
১১। মাধ্যমিক বিদ্যালয়: ১ টি।
১২। কলেজ: নাই।
১৩। মাদ্রাসা : ৪ টি।
১৪। ফোরকানিয়া মাদ্রাসাঃ ৭টি।
১৪। মসজিদ: ৩৬ টি।
১৫। মন্দির: ৫ টি।
১৬। গীর্জা: নাই।
১৭। হোটেল ও আবাসন ব্যবস্থা: নাই।
১৮। গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র: নাই।
১৯। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের সংখ্যা:১টি (কালু শাহ(রঃ) মাজার,পাহাড় পাড়া)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS