কক্সবাজার সদর উপজেলার ১০টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।প্রতি ইউনিয়নে পাঁচটি গ্রাম করে মোট ৫০টি গ্রামের (প্রতি গ্রামে ৬০ পরিবারকরে) মোট ১২০০ পরিবার এই পকল্পের আওতাভূক্ত করা হয়েছে। ২০১৪- ২০১৫ অর্থবছরে অত্র উপজেলায় সম্পদ হস্তান্তরের জন্য মোট ২৮,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়াগিয়েছে। প্রকল্পের সম্পদ হস্তান্তরের আওতায় সুফলভোগীদের মধ্যে ১০০ জন বকনাগাভী, ৪৪ জন ঢেউ টিন, ৩০ জন হাঁস-মুরগীর বাচ্চা, ৯০ জন গাছের চারা, এবং১২০ জনের মধ্যে শাক সবজির বীজ বিতরন সম্পন্ন করা হয়েছে।
২০১৪-২০১৫ অর্থ বছরে উপজেলার প্রতিটি গ্রামে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পি আর ডি পি- ২
র্তাবৃন্দ
গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ
গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম (বাধ্যতামূলক) | মেয়াদ | বরাদ্দ | প্রকল্পের বৈশিষ্ট্য (বাধ্যতামূলক) |
ডিজাস্টার এন্ড ক্লাইমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার | ২০১৩-১৪ (০১ বৎসর) | ১,৮৩,০০০/- | দুর্যোগ জনিত ও আবহাওয়া পরিবর্তনের উপর এলাকার উপযোগী অনুসারে ফসল আবাদ। |
চাষী পর্যায়ে আধুনিক জাতের ধান, গম ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচী | ২০১৪-১৫ (০১ বৎসর) | ৬৮,২০০/- | কৃষক পর্যায়ে আধুনিক জাতের ধান উৎপাদন এবং সম্প্রসারণ ও আধুনিক কলাকৌশল কৃষকের সাথে প্রযুক্তি সম্পর্কে জানানো। |
উপকুলীয় ৭টি জেলায় লবনাক্ত ও পতিত জমিতে কৃষি সম্প্রসারণ কর্মসূচী | ২০১৪-১৫ (০১ বৎসর) | ১,৩০,০০০/- | ডাল জাতীয় ফসলের আবাদ, লবণাক্ত উপযোগী ফল বাগান প্রদর্শনী, লবনাক্ত এলাকার উপযোগী ধান চাষ প্রদর্শনী। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS