সভার কার্য্য বিবরণী
০৩ নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ
সভার তারিখ: ১৬/০৪/২০১৬ থানা:চকরিয়া
সময়: ১১টা জেলা:কক্সবাজার
বারের নাম:বৃহস্পতি বার অধিবেশন
স্থান:ইউ.পি. মিলনায়তন
প্রস্তাবাবলী
০১.সভাপতি:-শরিফ উদ্দীন চেীং চেয়ারম্যান।
ক্রমিক নং: |
উপস্থিত সদস্যগণের নাম |
০১. |
শরিফ উদ্দীন চৌং চেয়ারম্যান। |
০২. |
,, এনামুল হক এম.ইউ.পি. |
০৩ |
,, মোজাহের আহমদ ,, |
০৪ |
,, পার্ভিন সোলতানা ,, |
০৫ |
,, মুর্শিদা খানম ,, |
০৬ |
,, রাবিয়া বেগম ,, |
০৭ |
,, মো আলমগীর ,, |
০৮ |
,, নুরুল ইসলাম ,, |
০৯ |
,, শাহাব উদ্দীন ,, |
১০ |
,, কুতুব উদ্দীন ,, |
১১ |
” শরাপত উল্লাহ ,, |
১২ |
,, আবু ইউছুফ ,, |
১৩ |
,, হারুনর রশীদ মিয়াজি ,, |
১৪ | ” ফিরুজ আহমদ চৌং |
১৫ | ” আতিকুর রহমান হানু |
আলোচ্য বিষয়
০১. বিগত সভার কার্য্য বিবরণী- পাঠ ও অনুমোদন।
০২. অতি দরিদ্র কর্মসূচি ২য় পর্যায় কায শুরু করার প্রসঙ্গে ।
০৩.বিবিধ।
অদ্যকার সভায় জনাব শরিফ উদ্দীন চৌং চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্তে সভার কাজ আরম্ভ হয়। সভার প্রারম্ভে উপস্থিত সকল সদস্যগনকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।সভার শুরুতে সচিব সাহেব বিগত সভার কার্য্য বিবরণী- পাঠ করে শুনালে ওহা আলোচনা পর্যালোচনা করে বিগত সভার কার্যবিবরনী অনুমূধিত হয়।
২নং প্রস্থাব:-অদ্যক্ষ সভায় চেয়ারম্যান মহোদয় ২নং প্রস্ত্ব করেন যে ২০১৪-১৫ অর্থ বছরের ২য় পর্যায়ে আতি দরিদ্র কর্মসূচির কাজ শুরু করার জন্য উপজেলা নির্বাহী মহোদয় কতৃক প্রেরন করা হয়।আমাদের কৈয়ারবিল ইউনিয়নে ১ম পর্যায়ে ৪৩ জন শ্রমিক বরাদ্ব পাওয়া যায় । বর্তমান ও উক্ত বরাদ্ধ বহাল রয়েছে।বর্তমান ২য় পর্যায়ে যে শ্রমিক গন কাজে আসতে আনিহা পকাশ করলে তাদের পরিবর্তে নতুন শ্রমিক নেওয়ার জন্য প্রস্তাব করিলে উক্ত প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সকল সদস্য একমত হয়ে পুরাতন শ্রমিক কাজ করিতে অনিহা প্রকাশ করিলে তাদের পরিবর্তে নতুন শ্রমিক নেওয়ার জন্য সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহীত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস