Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বাড়ী একটি খামার

 

কক্সবাজার সদর উপজেলার ১০টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।প্রতি ইউনিয়নে পাঁচটি গ্রাম করে মোট ৫০টি গ্রামের (প্রতি গ্রামে ৬০ পরিবারকরে) মোট ১২০০ পরিবার এই পকল্পের আওতাভূক্ত করা হয়েছে। ২০১৪- ২০১৫ অর্থবছরে অত্র উপজেলায় সম্পদ হস্তান্তরের জন্য মোট ২৮,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়াগিয়েছে। প্রকল্পের সম্পদ হস্তান্তরের আওতায় সুফলভোগীদের মধ্যে ১০০ জন বকনাগাভী, ৪৪ জন ঢেউ টিন, ৩০ জন হাঁস-মুরগীর বাচ্চা, ৯০ জন গাছের চারা, এবং১২০ জনের মধ্যে শাক সবজির বীজ বিতরন সম্পন্ন করা হয়েছে।
২০১৪-২০১৫ অর্থ বছরে উপজেলার প্রতিটি গ্রামে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পি আর ডি পি- ২

র্তাবৃন্দ

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম (বাধ্যতামূলক)

মেয়াদ

বরাদ্দ

প্রকল্পের বৈশিষ্ট্য (বাধ্যতামূলক)

ডিজাস্টার এন্ড ক্লাইমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার

২০১৩-১৪

(০১ বৎসর)

১,৮৩,০০০/-

দুর্যোগ জনিত ও আবহাওয়া পরিবর্তনের উপর এলাকার উপযোগী অনুসারে ফসল আবাদ।

চাষী পর্যায়ে আধুনিক জাতের ধান, গম ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচী

২০১৪-১৫

(০১ বৎসর)

৬৮,২০০/-

কৃষক পর্যায়ে আধুনিক জাতের ধান উৎপাদন এবং সম্প্রসারণ ও আধুনিক কলাকৌশল কৃষকের সাথে প্রযুক্তি সম্পর্কে জানানো।

উপকুলীয় ৭টি জেলায় লবনাক্ত ও পতিত জমিতে কৃষি সম্প্রসারণ কর্মসূচী

২০১৪-১৫

(০১ বৎসর)

১,৩০,০০০/-

ডাল জাতীয় ফসলের আবাদ, লবণাক্ত উপযোগী ফল বাগান প্রদর্শনী, লবনাক্ত এলাকার উপযোগী ধান চাষ প্রদর্শনী।